ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০১ ২৩:৩৫:২৬
৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। শুক্রবার (০১ আগস্ট) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ওই বার্তায় বলা হয়েছে, সদ্যসমাপ্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে দেশের নানা প্রান্তের মানুষের ভাবনা ও প্রত্যাশার কথা সংগৃহীত হয়েছে, যা পরবর্তী রাজনৈতিক অঙ্গীকারে রূপ দিতে প্রস্তুত এনসিপি।

বার্তায় বলা হয়, “জুলাই মাসজুড়ে এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, শহর ও গ্রাম পরিভ্রমণ করেছেন। শ্রমিক, কৃষক, গৃহিণী, দিনমজুরসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই কথাগুলোই আমরা তুলে ধরব ৩ আগস্টের জনসভায়।”

পোস্টে আরও জানানো হয়, আগামী ৩ আগস্ট, রোববার, রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানেই একদফা দাবির ঘোষক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন এনসিপির প্রতিনিধি হয়ে। তিনি প্রকাশ করবেন জনগণের চাওয়া-পাওয়া, এনসিপির প্রতিশ্রুতি এবং জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

বার্তায় এনসিপি বলেছে, “২০২৪ সালের ৩ আগস্ট যেখানে একদফার ঘোষণা এসেছিল, ২০২৫ সালের এই দিনটি হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

দলের সদস্য সচিব আখতার হোসেন সেদিনের কর্মসূচিকে সফল করতে ৬৪ জেলার সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এনসিপির বার্তায় শেষে উল্লেখ করা হয়েছে, “৩ আগস্ট আসছে বাংলাদেশের জন্য নতুন কিছু। দেখা হবে এক নতুন বাংলাদেশ নির্মাণের সন্ধিক্ষণে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত