ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক শুক্রবার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৬ ১৭:৫৮:২৩
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক শুক্রবার

আগামী শুক্রবার (৮ আগস্ট) বিকালে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।

বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে সময়সীমা ঘোষণার পর এটাই হবে তারেক রহমানের সঙ্গে জোটের প্রথম বৈঠক।

জোট সূত্রে জানা গেছে, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের সময়সীমা, আন্দোলনের কৌশল এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোট নেতাদের বৈঠকের বিষয়ে অবহিত করেছেন বলেও জানিয়েছেন মোস্তফা জামাল হায়দার।

বৈঠকে ১২ দলীয় জোটের সব দলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত