ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ, আসতে পারে নির্দেশনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৬ ১৮:১২:২২
বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ, আসতে পারে নির্দেশনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় দাপ্তরিক বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস গত বছরের ২০ নভেম্বর প্রথমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। সেই বৈঠকটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবারের বৈঠকটি হবে সচিবালয়ের নতুন ভবনে উপদেষ্টা পরিষদের প্রথম সভা।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে উপদেষ্টা পরিষদের অধিকাংশ বৈঠক প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত হয়ে আসছিল। পরবর্তীতে, সংস্কারের পর প্রধানমন্ত্রীর পুরোনো কার্যালয়টিকে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে রূপান্তর করা হয় এবং সেখানেই নিয়মিতভাবে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের বৈঠকের পর প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি পৃথক বৈঠকে মিলিত হতে পারেন। সেই বৈঠকে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত