ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সাত দফা দাবি পরিবারের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১২ ২১:৪৯:৪৯
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সাত দফা দাবি পরিবারের

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছে তার পরিবার। নিহত সাংবাদিকের স্ত্রী মুক্তা বেগম অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে তার স্বামীকে হত্যা করা হয়েছে। হত্যার পেছনে যারা অর্থ জোগান দিয়েছে ও ইন্ধন দিয়েছে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সেখানে পরিবারের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন, খুনিদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখা, নিহত সাংবাদিকের পরিবার ও সন্তানের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া এবং সাংবাদিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ও হটলাইন চালু করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে হত্যার পেছনের মূল পরিকল্পনাকারীদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্য ছাড়াও দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত