ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
পাক সেনাপ্রধানের হুঁশিয়ারিতে ভারতে তোলপাড়

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মার্কিন সফরকালে দেওয়া মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মন্তব্য পাকিস্তানের দীর্ঘদিনের ‘পারমাণবিক অস্ত্রের ভয় দেখানো’ কৌশলেরই পুনরাবৃত্তি। তারা আরও স্পষ্ট করে জানায়, ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না।
সোমবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে, এমন মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাকিস্তানের পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বিশেষ করে যখন একটি দেশের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করে। এটি অত্যন্ত দুঃখজনক যে এ ধরনের মন্তব্য একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভারত কখনো পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি বলেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে তবে সেটি সম্পন্ন হওয়ার পর পাকিস্তান ১০টি মিসাইল নিক্ষেপ করে সেই বাঁধ ধ্বংস করবে। একই সঙ্গে তিনি পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তাও দেন যা পুরো দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
গত সপ্তাহে ফ্লোরিডার ট্যাম্পায় তার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে মুনির বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি দেখি যে আমরা ডুবে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে ডুবব।’
তিনি আরও জানান, পাকিস্তান ভারতের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং সিন্ধু নদকে ‘ভারতের পারিবারিক সম্পত্তি’ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তার স্পষ্ট ভাষায়, ‘আমাদের মিসাইলের কোনো অভাব নেই।’
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তান চার দিনব্যাপী সংঘাতে জড়িয়ে পড়ে। এর ঠিক এক মাস আগে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহতের পর নয়াদিল্লি সিন্ধু নদ চুক্তি বাতিল করে পাকিস্তানের জন্য পানি সরবরাহ বন্ধের ঘোষণা দেয়।
বিশ্বব্যাংকের সহায়তায় ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার তিনটি নদীর পানি ব্যবহার করে আসছিল পাকিস্তান।
নদী ও পানির নিয়ন্ত্রণ নিয়ে অতীতেও দুই দেশের মধ্যে একাধিকবার সম্পর্কের অবনতি ঘটেছে তবে প্রকাশ্যে বাঁধ উড়িয়ে দেওয়ার হুমকি এর আগে কখনো শোনা যায়নি। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা না বাড়ালে এ উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি