ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

এক ফোঁটা পানিও নিতে পারবে না: ভারতকে শাহবাজের হুঁশিয়ারি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১২ ২৩:১৮:১২
এক ফোঁটা পানিও নিতে পারবে না: ভারতকে শাহবাজের হুঁশিয়ারি

সিন্ধু নদীর পানিপ্রবাহ নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত চেষ্টা করলেও পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না এবং এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তার জন্য ‘কঠিন শিক্ষা’ পেতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, "শত্রুদের আজ বলতে চাই, যদি আমাদের পানি বন্ধের হুমকি দাও, মনে রেখো—পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না।" তিনি আরও যোগ করেন, "এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে, কান ধরে দাঁড়াতে হবে।"

এই সংকটের সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পাহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বহু পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বিষয়টিকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ এবং ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে আখ্যা দেয়।

বিষয়টি আন্তর্জাতিক সালিশি আদালত পর্যন্ত গড়ায়। চলতি বছরের জুনে দ্য হেগের স্থায়ী সালিশি আদালত (পিসিএ) রায় দেয় যে, ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না। সোমবার আদালত পুনরায় স্পষ্ট করে জানায় যে, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য নিশ্চিত করতে হবে। তবে ভারত প্রথম থেকেই পিসিএ-র এখতিয়ার ও রায় মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক ও সামরিক নেতারাও এ বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের পদক্ষেপকে ‘সিন্ধু সভ্যতার ওপর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও সতর্ক করে বলেছেন, ভারত সিন্ধু নদীর পানি বন্ধের চেষ্টা করলে পাকিস্তান তা মেনে নেবে না এবং প্রয়োজনে বিতর্কিত বাঁধ ধ্বংস করে দেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত