ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
.jpg)
সম্প্রতি পিএসসি ঘোষিত নীতিমালা অনুযায়ী বিসিএসের শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগের সাথে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগষ্ট) সকাল এগারোটায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগে অন্যান্য বিভাগের অন্তর্ভুক্তি বাতিল ও পিএসসি সংস্কারের দাবি জানান।
বিক্ষোভে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে ঢাবির বাংলা বিভাগের শিক্ষক ড. উপল তালুকদার বলেন, এক বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্ত করলে বিভাগের স্বকীয়তা, স্বাতন্ত্র্য থাকে না। এতে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়। আমি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে এটি বাতিলের দাবি জানাচ্ছি।
বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ২০২৪ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু এর এক বছর পরে আমাদের আবার বৈষম্যের স্বীকার হতে হচ্ছে। যে যুক্তিতে বাংলার সাথে ভাষাবিজ্ঞান যুক্ত হচ্ছে, একই যুক্তিতে তো আমরা দর্শন, সমাজবিজ্ঞানের সাথে অন্তর্ভুক্ত হতে পারি। আমরাও তো ওসব কোর্স পড়েছি। তাই আমরা বলতে পারি এ যুক্তি একেবারেই অবান্তর।
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী তানজিম সাকিব বলেন, আমাদের এ আন্দোলন কেবল ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন নয়। বরং এটি পিএসসির স্বেচ্ছাচারিতার বিরূদ্ধে সকল সচেতন শিক্ষার্থীর আন্দোলন। আমাদের আন্দোলন ঢাবি থেকে স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আমাদের আন্দোলন চলমান থাকবে। প্রয়োজন হলে পিএসসি সংস্কার করেই আমরা ক্লাসে ফিরবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- ঢাবি ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মিছিল, শুধু হাততালি