ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সচিবালয়ের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ভূমি সচিব

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। আন্দোলনকারী সংগঠনের নেতাদের সঙ্গে এ বৈঠকে আরও পাঁচজন সচিব অংশ নিয়েছেন।
জানা গেছে, সচিবালয়ে চলমান কর্মচারী আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ কয়েকজন সচিবকে নিয়ে এক জরুরি বৈঠক করেন। এতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে আন্দোলনকারীদের কর্মসূচি থেকে বিরত রাখতে আলোচনার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভবিষ্যতে করণীয় ঠিক করতে এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে ভূমি সচিবের দপ্তর থেকে জানানো হয়েছে।
কর্মচারীদের নেতা বাদিউল কবীর বলেন, “সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।”
অধ্যাদেশ পর্যালোচনার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। ১৩ সদস্যের এ কমিটির প্রধান থাকবেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।
কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব ছাড়াও আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
সূত্র জানায়, ‘সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।’
আন্দোলনরত কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশের পরই কমিটি গঠন এবং সচিবদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৩০ শতাংশ শেয়ার ধারণ: এক কোম্পানির শেয়ার কিনলেন উদ্যোক্তারা
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- বড় আন্দোলনে নামছে ৩ 'দল'
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- মুনাফা বেড়েছে বিবিধ খাতের ৬ কোম্পানির
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- মোবাইল কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বিশেষ প্রণোদনা
- ২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু ৬
- ক্যাশ ফ্লো বেড়েছে ওষুধ খাতের ১৩ কোম্পানির
- ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ঢাবি ছাত্রের আ-ত্ম-হ-ত্যা
- বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ২০ কোম্পানির