ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
সচিবালয়ের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ভূমি সচিব

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। আন্দোলনকারী সংগঠনের নেতাদের সঙ্গে এ বৈঠকে আরও পাঁচজন সচিব অংশ নিয়েছেন।
জানা গেছে, সচিবালয়ে চলমান কর্মচারী আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ কয়েকজন সচিবকে নিয়ে এক জরুরি বৈঠক করেন। এতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে আন্দোলনকারীদের কর্মসূচি থেকে বিরত রাখতে আলোচনার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভবিষ্যতে করণীয় ঠিক করতে এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে ভূমি সচিবের দপ্তর থেকে জানানো হয়েছে।
কর্মচারীদের নেতা বাদিউল কবীর বলেন, “সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।”
অধ্যাদেশ পর্যালোচনার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। ১৩ সদস্যের এ কমিটির প্রধান থাকবেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।
কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব ছাড়াও আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
সূত্র জানায়, ‘সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।’
আন্দোলনরত কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশের পরই কমিটি গঠন এবং সচিবদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি