ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগর-রুনি হ-ত্যা: ১১৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

২০২৫ মে ২১ ১৯:৩৬:৩০
সাগর-রুনি হ-ত্যা: ১১৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

ডুয়া ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে এ মামলায় প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাল ১১৮তম বারের মতো।

বুধবার (২১ মে) মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক তা আদালতে উপস্থাপন করতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা পরবর্তী দিন ধার্য করেন আগামী ৮ জুলাই।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার করা হয় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট ৮ জনকে। আসামিদের মধ্যে রয়েছেন—বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

তদন্তভার শুরুতে র‌্যাব ও পরে পুলিশের কয়েকটি সংস্থার হাত ঘুরে বর্তমানে পিবিআইয়ের কাছে রয়েছে। তবে এক যুগ পার হলেও হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে