ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা

২০২৫ মে ২১ ১৫:৩৭:২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা

ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের সময় স্নাতক (পাস) ২০২২ ব্যাচের কিছু পরীক্ষার্থী তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তার ওপর হামলার চেষ্টা করে এবং এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

উল্লেখ্য, এই ব্যাচের শিক্ষার্থীরা করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার অটোপাসের দাবিতে আন্দোলন করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই এই দাবির বিরোধিতা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে অটল ছিল। পরীক্ষার পর প্রকাশিত ফলে দেখা যায় ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

পরীক্ষায় ব্যর্থ হওয়া শিক্ষার্থীদের জন্য গ্রেস মার্ক ও খাতা পুনর্মূল্যায়নের সুযোগও প্রদান করা হয়েছে। এর ফলাফল চলতি মাসেই প্রকাশিত হওয়ার কথা। তবুও কিছু ব্যর্থ শিক্ষার্থী বিভিন্ন মহলের উসকানিতে প্রভাবিত হয়ে আজকের এই অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই অটোপাসের ব্যবস্থা গ্রহণ করা হবে না। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে