ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসির সামনে এনসিপির বিক্ষোভ, পাঁচ স্তরের নিরাপত্তা

২০২৫ মে ২১ ১৩:৩৯:৩২
ইসির সামনে এনসিপির বিক্ষোভ, পাঁচ স্তরের নিরাপত্তা

ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় এই কর্মসূচি শুরু হয়।

এনসিপির এ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের চারপাশে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আগারগাঁওয়ে পুলিশ মোতায়েন করা হয়, ভবনের সামনের সড়কে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশ ছাড়াও সতর্ক অবস্থানে ছিলেন র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারসহ দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেবে বলে আমরা আশা করি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে