ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশিদের টানতে গোল্ডেন ভিসা চালু

২০২৫ মে ২০ ১৬:৪২:৪৬
বিদেশিদের টানতে গোল্ডেন ভিসা চালু

ডুয়া নিউজ: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি ভিয়েতনাম। এবার বিদেশি বিনিয়োগকারী, দক্ষ পেশাজীবী ও দীর্ঘমেয়াদি পর্যটকদের জন্য চালু করতে যাচ্ছে তিন স্তরের গোল্ডেন ভিসা প্রোগ্রাম। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় স্ট্রিট ফুড এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির দেশটিতে বসবাসে আগ্রহীদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন সম্ভাবনার দরজা।

তিন স্তরের প্রস্তাবিত ভিসা

১. গোল্ডেন ভিসা: ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ভিসায় ভিয়েতনামে বসবাসের সুযোগ থাকবে। মেয়াদ শেষে নবায়নও করা যাবে।

২. ইনভেস্টর ভিসা: ১০ বছর মেয়াদি ভিসা, যার মাধ্যমে ৫ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ থাকছে।

৩. ট্যালেন্ট ভিসা: বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য ৫ বছরের ভিসা, যা সহজে নবায়নযোগ্য।

আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল। দূতাবাসে গিয়ে আবেদন করার ঝামেলা থাকবে না। যদিও এখনো নির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে এটি চালু হলে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি হবে অপেক্ষাকৃত সহজ ও ঝামেলামুক্ত।

ভিয়েতনাম সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, মাত্র এক প্রজন্মেই ভিয়েতনাম দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৪৫ সালের মধ্যে উচ্চ-আয়ের দেশ হওয়ার লক্ষ্যে তারা বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আকৃষ্ট করতে চায়।

প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ভিসাটি চালু হতে পারে ফু কুয়ক, হো চি মিন সিটি, হ্যানয় ও দা নাং শহরে। পর্যটন, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে এসব শহরকে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, যখন ইউরোপে মাল্টা ও স্পেন তাদের গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করেছে, তখন এশিয়ার দেশগুলো বিপরীত ধারায় হেঁটে বিদেশিদের দীর্ঘমেয়াদে বসবাস ও বিনিয়োগে আকৃষ্ট করতে ভিসা প্রোগ্রাম চালু করছে। ভিয়েতনামের এই উদ্যোগ সফল হলে, বাংলাদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক আকর্ষণীয় সুযোগ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে