ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত

২০২৫ মে ২০ ১৫:১১:০১
শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত

ডুয়া নিউজ: শেয়ারবাজারে অনিয়ম, দুর্নীতি এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে ৬১৭টি বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব বিও হিসাবে গত আট মাসেরও বেশি সময় ধরে শেয়ার লেনদেন বন্ধ রয়েছে, যা বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বর্তমানে শেয়ারবাজারে নিবন্ধিত বিও হিসাবের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার ৩৭৬টি। এর মধ্যে ২০২৩ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং বাজারে অস্বাভাবিক লেনদেনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিও হিসাবগুলো পর্যবেক্ষণে আসে। সন্দেহভাজন হিসাবগুলোতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক সম্পৃক্ততা এবং কারসাজির প্রমাণ মেলার অভিযোগে স্থগিতাদেশ দেওয়া হয়।

বিএসইসির সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত বিও হিসাবের সংখ্যা ৬১৭টি। এর মধ্যে ৩৫৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ আদালতের অনুরোধে। এছাড়াও কিছু হিসাব সরকারি সংস্থাগুলোর আবেদনের ভিত্তিতে এবং বিএসইসির নিজস্ব উদ্যোগে স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া বিও হিসাবগুলোর মধ্যে ১০৯টি হিসাব কারসাজি ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার প্রমাণে বন্ধ করা হয়েছে। এসব হিসাবের একাধিক মালিককে বিএসইসি জরিমানাও করেছে। তাছাড়া, ছয়টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিও হিসাবও স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে কমিশন ৩৩ জন প্রভাবশালী ব্যক্তির বিও হিসাবও বন্ধ করেছে, যাদের বিরুদ্ধে বাজার থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে মোট ১২৭টি বিও হিসাব স্থগিত করেছে বিএসইসি।

এখনো পর্যন্ত স্থগিত বিও হিসাবগুলো কবে নাগাদ পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি কমিশন। তবে সূত্র জানিয়েছে, শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করা হবে। এতে নির্দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করা হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে