ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
সাত কলেজে নতুন প্রশাসক, পরিচালনা হবে ঢাকা কলেজ থেকে
ডুয়া ডেস্ক: নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঢাকার সাত সরকারি কলেজ একটি সমন্বিত কাঠামোর অধীনে চলবে, যার তত্ত্বাবধান করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় প্রশাসনিক দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তাঁকে প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। অন্তর্বর্তী এই প্রশাসনের প্রধান দপ্তর হিসেবে ব্যবহৃত হবে ঢাকা কলেজ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। সাধারণত এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়ে থাকে।
উল্লেখ্য, ঢাকা শহরের সাতটি সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় দুই লাখ এবং শিক্ষকসংখ্যা হাজারের বেশি।
এই সাত কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। কিন্তু অধিভুক্তির পর থেকে সময়মতো পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশসহ নানা সমস্যা দেখা দেয়, যা থেকে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত হয়।
শেষ পর্যন্ত চলমান সমস্যার জটিলতা এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজকে পুনরায় আলাদা করার সিদ্ধান্ত জানায়। তারই ধারাবাহিকতায় এ কলেজগুলো এখন একটি অন্তর্বর্তী কাঠামোর আওতায় ইউজিসির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো