ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

হাদি হ'ত্যাচেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রীসহ আটক ৩

২০২৫ ডিসেম্বর ১৪ ২২:৫৪:১০

হাদি হ'ত্যাচেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হামলাকারী দুজনের নাম ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন আলমগীর।

এর আগে পুলিশ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং এর মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে। হান্নান পেশায় একজন শ্রমিক এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত