ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি

২০২৫ ডিসেম্বর ০৮ ০৮:০১:৪২

আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি

সরকার ফারাবী: ঢাকার জাতীয় স্টেডিয়ামে জমজমাট আয়োজন চলছে ‘ল্যাটিন বাংলা সুপার কাপ’-এর। আর এই টুর্নামেন্টেই এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও বাংলাদেশ। যুব ফুটবলের এই প্রতিযোগিতায় স্বাগতিক দল ‘ফিউচার স্টার বাংলাদেশ’ তাদের দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাবের বিপক্ষে। কখন, কোথায় এবং কীভাবে খেলাটি দেখবেন সব তথ্য এখানে একসঙ্গে দেওয়া হলো।

ম্যাচের সময়সূচি ও ভেন্যু

আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন এবং বাংলাদেশের ‘ফিউচার স্টার’ দলের মধ্যকার এই প্রতীক্ষিত লড়াই অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায়। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর স্বাগতিকদের জন্য এটি ফিরে আসার বড় সুযোগ হলেও সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ।

তারিখ: ৮ ডিসেম্বর

সময়: সন্ধ্যা ৭টা

স্থান: জাতীয় স্টেডিয়াম, ঢাকা

জানা গেছে, অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাবের খেলোয়াড়রা ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে তারা ৩ ডিসেম্বর, বুধবার সকালে বাংলাদেশে অবতরণ করে।

বাংলাদেশ দলের সামনে কঠিন পরীক্ষা

টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ‘রাইজিং স্টার বাংলাদেশ’ দল ব্রাজিলের সাও বার্নান্দো ফুটবল ক্লাবের কাছে ৪–০ ব্যবধানে পরাজিত হয়। সেই হতাশা ভুলে এবার আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে ‘ফিউচার স্টার বাংলাদেশ’। তরুণ ফুটবলারদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় অগ্নিপরীক্ষা।

সরাসরি দেখবেন যেভাবে

সরাসরি দেখতে এখানেclickকরুন।

সরাসরি দেখতে এখানেclickকরুন।

দর্শকদের জন্য রয়েছে খেলা দেখার বেশ কয়েকটি মাধ্যম—

টি স্পোর্টস (T Sports) চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্টেডিয়ামের গেট থেকে টিকিট সংগ্রহ করেও দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

এছাড়া ফেসবুকে “bangladesh vs argentina live match today” সার্চ করলেও পাওয়া যাবে।

ট্যাগ: আজকের খেলা বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ স্পোর্টস নিউজ bangladesh football live টি স্পোর্টস লাইভ T Sports Live Bangladesh football news ফুটবল নিউজ Bangladesh sports news আর্জেন্টিনা বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ সময়সূচি Argentina vs Bangladesh Dhaka Football Match Bangladesh vs Argentina Live football live today Latin Bangla Super Cup Dhaka National Stadium বাংলাদেশ ফুটবল লাইভ Live Football Streaming Today Football Match আজকের ফুটবল লাইভ Live Sports Bangladesh Youth Football Tournament জাতীয় স্টেডিয়াম ঢাকা ঢাকার খেলা ফিউচার স্টার বাংলাদেশ ল্যাটিন বাংলা সুপার কাপ Future Star Bangladesh Football Match Schedule বাংলাদেশ বনাম আর্জেন্টিনা লাইভ অ্যাথলেটিকো চার্লোন যুব ফুটবল টুর্নামেন্ট স্টেডিয়াম টিকিট ব্রাজিল বনাম বাংলাদেশ ফলাফল সাও বার্নান্দো ম্যাচ আর্জেন্টিনা ম্যাচ ঢাকা ফুটবল টিকিট বাংলাদেশ লাইভ খেলা দেখুন খেলার আপডেট বাংলাদেশ স্পোর্টস বাংলাদেশ ল্যাটিন বাংলা সুপার কাপ ম্যাচ Atletico Charlone stadium ticket Bangladesh Brazil vs Bangladesh result Sao Bernardo match Argentina match Dhaka football ticket Bangladesh sports update BD international youth football Argentina club football

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত