ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

হাদিকে হ'ত্যাচেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের

২০২৫ ডিসেম্বর ১৫ ০০:০৪:৪৯

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কর্মসূচির ডাক দেন। কর্মসূচি সফল করতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, ‘আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।’

এদিকে, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হামলার তদন্তে র‍্যাব ও পুলিশ বেশ কয়েকজনকে চিহ্নিত ও আটক করেছে। র‍্যাব জানিয়েছে, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী ও শ্যালক শিপুকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ফয়সালের স্বাক্ষর করা চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল গুলি চালিয়েছিল এবং চালকের আসনে ছিল আলমগীর শেখ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত