ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টার সাক্ষাৎ চাইলেন কর্মচারী নেতারা

২০২৫ ডিসেম্বর ১৪ ২৩:১১:১৮

পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টার সাক্ষাৎ চাইলেন কর্মচারী নেতারা

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা। সোমবার (১৫ ডিসেম্বর) কর্মচারীদের আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার ঠিক একদিন আগে রোববার সচিবালয়ে উপদেষ্টার দফতরে এই চিঠি পৌঁছে দেন তারা।

রোববার (১৪ ডিসেম্বর) ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে কয়েকজন নেতা সচিবালয়ে যান। তবে অর্থ উপদেষ্টা অফিসে না থাকায় তার সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। উপদেষ্টার দফতরের কর্মকর্তারা চিঠি গ্রহণ করে নেতাদের জানিয়েছেন, পে স্কেল ও কর্মচারীদের সমস্যার বিষয়ে উপদেষ্টা অবগত আছেন এবং খুব দ্রুতই নেতাদের আলোচনার জন্য ডাকা হবে।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন বলেন, ‘আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছি। আজ তিনি অফিসে ছিলেন না। আমরা আশা করছি দ্রুত আমাদের ডাকা হবে।’

এদিকে, আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) শেষ হচ্ছে কর্মচারীদের দেওয়া আল্টিমেটাম। অন্তর্বর্তী সরকার গত জুলাই মাসে বেতন কাঠামো প্রণয়ণে কমিশন গঠন করে দিলেও কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছেন।

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর বলেন, ‘দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। আমরা প্রথমে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে পে স্কেলের যৌক্তিকতা তুলে ধরব। তার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ