ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না’

২০২৫ মে ২০ ১৫:২৭:৩৫
‘সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না’

ডুয়া ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার মাধ্যমে সরকার ক্ষমতার অপব্যবহার করছে। তিনি বলেন, “চট্টগ্রামে ডা. শাহাদাত যদি মেয়র হতে পারেন, তাহলে ইশরাক হোসেনের কী অপরাধ? সরকার জোর করে তাকে দায়িত্ব গ্রহণে বাধা দিচ্ছে।”

মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স কম, হঠাৎ করেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এ কারণেই তার বক্তব্যে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।”

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “এ ঘটনায় প্রকৃত দায়ীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজেই বেশি মনোযোগ দিচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যমুনার সামনে গিয়েছিলেন আবাসন দাবিতে, কিন্তু সেখানে তাদের অসম্মান করা হয় এবং পুলিশ দিয়ে নির্যাতন চালানো হয়। শেখ হাসিনাও রাষ্ট্রীয় বাহিনীকে দমন-পীড়নের কাজে ব্যবহার করেছে।”

এ সময় “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে একটি প্রতিনিধি দল আহত রাকিবুলের খোঁজ নিতে যান। তারা রাকিবুলের মা’র সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতা পৌঁছে দেন। রাকিবুলের পাশে সবসময় থাকার আশ্বাসও দেন তারা।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের হামলায় আহত হন রাকিবুল হাসান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে