ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষি’দ্ধ করল ইউরেশিয়ার দেশ

২০২৫ মে ১৯ ২১:২০:২৭
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষি’দ্ধ করল ইউরেশিয়ার দেশ

ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে “অবাঞ্ছিত সংস্থা” হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন ও রাশিয়ার বিরোধিতা করার অভিযোগে স্থানীয় সময় সোমবার (১৯ মে) দেশটির অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ ঘোষণা দেয়।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সুরক্ষায় সক্রিয়ভাবে কাজ করে আসছে। সংস্থাটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।

এক বিবৃতিতে রাশিয়ার অ্যাটর্নি জেনারেল বলেছেন, “অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লন্ডন অফিস ‘বিশ্বজুড়ে রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র’ হিসেবে কাজ করছে। সংস্থাটি ইউক্রেনের পক্ষে কাজ করছে; যার সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধে লিপ্ত আছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই অঞ্চলে সামরিক সংঘাত আরও বৃদ্ধি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের নব্য-নাৎসি বাহিনীর অপরাধকে সমর্থন ও তাদের জন্য অধিক তহবিলের ব্যবস্থা করার আহ্বান জানায় সংস্থাটি। এভাবে আমাদের দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা চালাচ্ছে অ্যামনেস্টি।’’

রাশিয়ান কর্মকর্তারা প্রায়শই ইউক্রেনকে ‘নব্য-নাৎসি’ শাসিত দেশ হিসেবে অভিযোগ করেছেন, তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রসহ অন্যরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

এদিকে রাশিয়ার এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রাশিয়া যেসব সংস্থাকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে, সেগুলোকে নিয়মিত ‘‘অবাঞ্ছিত’’ ঘোষণা করে থাকে। এর ফলে এসব সংস্থায় কাজ করা বা অর্থায়ন করলে রুশ নাগরিকরা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

এর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম আরএফই-আরএল ও আন্তর্জাতিক পরিবেশ সংস্থা গ্রিনপিসকে নিষিদ্ধ করেছিল। মস্কো এই সংস্থাগুলোর বিরুদ্ধে রুশবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ তুলেছে।সূত্র: রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে