ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ

২০২৫ মে ১৯ ১৯:৩৩:৩৩
‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: “আমি এলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনার বিষয়ে পরামর্শ নিতে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ”—এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (১৯ মে) সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, “আপনারা (কিছু গণমাধ্যম) তো নিউজ বানিয়ে দিয়েছেন। কোথা থেকে এসব নিউজ পান আর বানান? সারাদিন এসব গুজবই ছড়ায়। এগুলোর বাজারে কি কোনো প্রভাব পড়ে না? আমি এসেছি একটি নির্দিষ্ট কাজে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ! এতক্ষণ ধরে প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়েই আলোচনা করেছি আমরা।”

তিনি জানান, ওই পাঁচটি নির্দেশনার বেশিরভাগই বিএসইসির আওতাভুক্ত নয়, বরং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সেগুলোর সমন্বয় নিয়েই মূলত আলোচনায় অংশ নিতে এসেছেন তিনি।

পদত্যাগের গুজব ছড়ানোর প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে চেয়ারম্যান বলেন, “আমি পৌনে ১০টায় সচিবালয়ে কেন এসেছি, সেটিও বানিয়ে ফেলা হয়েছে—পদত্যাগের জন্য নাকি! এই যদি হয় পরিবেশ, তাহলে একজন মানুষ কাজ করবে কীভাবে?”

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ১২ বছর আমেরিকায় ট্যাক্স ফাইল করেছি। কোনো দিন দেশের ফেরার প্রয়োজন ছিল না। সাত বছর ইন্টারন্যাশনাল নিউইয়র্কে চাকরি করেছি। আমার পে-রোল, বোনাস সব হতো নিউইয়র্ক থেকে। সেখান থেকে প্রাইভেট সেক্টরের চাকরি ছেড়ে সরকারি চাকরিতে এসেছি দেশের জন্য কাজ করতে।”

আসন্ন বাজেট সামনে রেখে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়গুলো আজকের আলোচনায় এসেছে এবং মাননীয় অর্থ উপদেষ্টা সেগুলো গুরুত্ব দিয়ে দেখছেন।”

শেয়ারবাজার নিয়ে কোনো সুখবর আছে কি না জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না, যাঁরা বাজেট দেবেন, তাঁরাই বলতে পারবেন। তবে আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো জানিয়ে দিয়েছি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে