ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
১৭২ কোটি টাকার শেয়ার কিনেছেন তিন কোম্পানির উদ্যোক্তারা

ডুয়া নিউজ: চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে ১৭২ কোটি টাকার শেয়ার কিনেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো-স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড ও অ্যাপেক্স ফুটওয়্যার। এরমধ্যে স্কয়ার ফার্মার চার উদ্যোক্তা পরিচালক ১৩১ কোটি টাকার, এসিআই লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক ৪০ কোটি টাকার এবং অ্যাপেক্স ফুটওয়্যারের এক উদ্যোক্তা পরিচালক ১ কোটিরও বেশি টাকার শেয়ার কিনেছেন।
স্কয়ার ফার্মা
আলোচ্য সময়ে স্কয়ার ফার্মার চার পরিচালক প্রত্যেকে ১৫ লাখ করে কোম্পানিটির ৬০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরমধ্যে উদ্যোক্তা পরিচালক অঞ্জন চৌধুরী ১৮ ফেব্রুয়ারি ১৫ লাখ শেয়ার এবং ৪ মার্চ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তাঁরা ইতোমধ্যে শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ২১৮ টাকা এবং সর্বনিম্ন মূল্য ছিল ২১৫ টাকা। সে হিসাবে ৩০ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ৬৫ কোটি টাকার বেশি।
কোম্পানিটির আরও দুই পরিচালক স্যামুয়েল চৌধুরী ১০ মার্চ ১৫ লাখ শেয়ার এবং রত্না পাত্র ১২ মার্চ ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে শেয়ারটি ২১৯-২২০ টাকা দামে লেনদেন হচ্ছে। শেয়ারটির লেনদেন দেখে মনে হচ্ছে তাদের শেয়ারও প্রায় কেনা সম্পন্ন হয়েছে। বর্তমান মূল্যে ঘোষিত ৩০ লাখ শেয়ারের মূল্য দাঁড়াবে ৬৬ কোটি টাকার বেশি।
এসিআই লিমিটেড
গত ১০ ফেব্রুয়ারি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌলা প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরপর ৬ মার্চ তিনি ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ১৬৯ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১৫১ টাকা ৬০ পয়সা। সে হিসাবে ২৫ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ৪০ কোটি টাকার বেশি।
অ্যাপেক্স ফুটওয়্যার
গত ২২ জানুয়ারি অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরপর ৯ মার্চ তিনি ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ২০৮ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১৯৯ টাকা ২০ পয়সা। সে হিসাবে ২৫ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ১ কোটি টাকারও বেশি।
বাজার সংশ্লিষ্টদের মতে, উদ্যোক্তাদের শেয়ার ক্রয়ের ফলে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট