ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

প্রত্যাশায় শুরু হতাশায় শেষ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২৯ ১৫:১৭:১৮
প্রত্যাশায় শুরু হতাশায় শেষ

দর সংশোধন দিয়ে সপ্তাহ শুরু হলেও ৩ কার্যদিবসেও পতন কাটিয়ে উত্থানে ফিরে আসেনি দেশের শেয়ারবাজার। গত দুই কার্যদিবসের মত আজও (২৯ জুলাই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুটা ইতিবাচক থাকলেও শেষ পর্যন্ত হতাশার চিত্র ফুটে উঠেছে। বাজারের এমন পরিস্থিতিতে কিছুটা হতাশ বিনিয়োগকারীরা।

তবে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারের এমন পরিস্থিতি কাটিয়ে উঠবে শিগগরিই। কারণ বর্তমানে অনেক কোম্পানিই তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে যার অধিকাংশ ইতিবাচক। তাছাড়া, ইতিমধ্যে জুন ক্লোজিং হওয়ায় যে কোনদিন থেকেই কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা শুরু করবে। যার উপর ভিত্তি করে বাজার আবারও ঘুরে দাঁড়াবে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (২৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয় এবং পরবর্তীতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। এর ফলে সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৮.৪৬ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭.৩৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৪.১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮২টির দর বেড়েছে, ২৫০টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ২৮ জুলাই লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৮ কোটি ৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫১টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৮.৭৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৭.০৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত