ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জুলাই হত্যার বিচার ও দ্রুত সংস্কার চায় বিএনপি: মির্জা ফখরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৯ ২২:৩৪:৪০
জুলাই হত্যার বিচার ও দ্রুত সংস্কার চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুতবিচার এবং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন চায় দলটি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার হোক এটাই আমাদের চাওয়া। একইসঙ্গে জোর দিয়ে তিনি বলেন, দেশে যেসব জরুরি সংস্কার প্রয়োজন, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

তিনি বলেন, এটা মনে রাখতে হবে, এখন আমাদের এমন একটি সরকার দরকার, যা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের ম্যান্ডেট নিয়ে পরিচালিত সরকার আর ম্যান্ডেটহীন সরকারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

ফখরুল আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা যেসব প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছেন বিশেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে তা তিনি বাস্তবে রূপ দেবেন। এই নির্বাচনই একটি প্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ গঠনের পথ খুলে দেবে।

তিনি বলেন, দেশে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফ্যাসিবাদী শাসনের সময় ধ্বংস বা ভেঙে ফেলা হয়েছে, সেগুলোর পুনর্গঠন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী ফ্যাসিস্টরা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলেছিল কিংবা ধ্বংস করেছিল। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। এটি সহজ কাজ নয়। সময় লাগবে, কষ্টসাধ্য হবে। আমাদের ধৈর্য ধরতেই হবে।

তিনি অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ঘোষণার আহ্বান জানিয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তাকে স্বাগত জানান।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সহনশীলতার অভাব। এ সংকট মোকাবিলায় আমাদের আরও ধৈর্য ধরতে হবে। অতীতেও আমরা বহু কঠিন সময় পার করেছি, এখনও পারব।

জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও অনুসন্ধান প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঘটনাগুলোর ওপর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি স্বাধীন অনুসন্ধান মিশন পরিচালিত হয়, যার ফলাফল প্রকাশিত হয় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি। এতে ওই সময়ের ঘটনার বিস্তারিত বিবরণ ও ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।

ফখরুল আরও বলেন, এত রক্ত ও আত্মত্যাগের পর আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে। গণতন্ত্র রাতারাতি সমাধান নয়, কোনো অলৌকিক পরিবর্তনও নয়, কিন্তু আমি বিশ্বাস করি টেকসই সমাধান কেবল এই পথেই সম্ভব।

তিনি বলেন অনেক সময় গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ও বিতর্ককে অতিরঞ্জিতভাবে তুলে ধরে। অথচ গণতন্ত্রে মতবিরোধ খুবই স্বাভাবিক। যখন এগুলো অতিরিক্তভাবে তুলে ধরা হয়, তখন তা অহেতুক বিভক্তি তৈরি করতে পারে।

তিনি আরও জানান, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকের সংবাদপত্র দেখে আমি খুশি হয়েছি যে আমরা ১২টি মূল বিষয়ে একমত হয়েছি, বলেন তিনি।

বাকি বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি প্রত্যাশা করেন, যারা ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তারা এসব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমরা চাই, একটি বাংলাদেশ গড়ে উঠুক যেখানে কারও অধিকার লঙ্ঘিত হবে না, কোনো শিশুকে প্রাণ দিতে হবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিএনপিপন্থীদের

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিএনপিপন্থীদের

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অপসারণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের (জেবিএবি) নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মুসলিম চৌধুরী আওয়ামী শাসনামলের... বিস্তারিত