ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন: নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তার দলের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মতো শাস্তি কার্যকর হতে পারে।
এছাড়াও, বিশ্ববিদ্যালয় কিংবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন। রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তা নিজ উদ্যোগেও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবেন।
২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধিমালা অনুযায়ী, প্রার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে:
১) মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানকালে কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
২) মনোনয়নপত্র দাখিল বা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা সংগঠনের কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।
৩) যানবাহন ব্যবহার করে শোডাউন নিষিদ্ধ, তবে রিকশা ও সাইকেল ব্যবহার করা যাবে।
৪) ভোটার পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।
৫) প্রচারণার সময়সীমা হলো চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকে নির্বাচনের আগের দিন রাত ১১টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালানো যাবে, তবে রাত ১০টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ।
৬) প্রচার কার্যক্রম শুধুমাত্র প্রার্থী ও ভোটার দ্বারা পরিচালিত হতে পারবে। বাইরের কেউ এতে অংশ নিতে পারবেন না।
৭) সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো যাবে, তবে তা হতে হবে ইতিবাচক ও আইনসম্মত। ব্যক্তিগত আক্রমণ, গুজব ছড়ানো, চরিত্র হনন কিংবা অসত্য তথ্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
৮) সভা-সমাবেশ করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে। প্রতি প্রার্থী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ তিনটি এবং প্রতিটি হলে একটি করে প্রজেকশন মিটিং করতে পারবেন।
৯) অনুমোদিত স্থান ছাড়া ক্যাম্পাস বা হলে কোথাও সভা-সমাবেশ বা শোভাযাত্রা করা যাবে না।
১০) বিশ্ববিদ্যালয়ের চলাচল উপযোগী সড়ক বা স্থান যেখানে সাধারণ মানুষ বা শিক্ষকদের চলাচলে বিঘ্ন ঘটে সেখানে কোনো মঞ্চ বা সমাবেশ করা যাবে না।
নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে সুষ্ঠুতা বজায় রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম