ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে ম্যারিকো

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২৯ ২৩:২৯:০৬
অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে ম্যারিকো

শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যতম বৃহৎ ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের জন্য তাদের বিনিয়োগকারীদের একটি বড় সুসংবাদ ঘোষণা করেছে। কোম্পানিটি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ম্যারিকো বাংলাদেশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ আগস্ট। অর্থাৎ ১৭ আগস্ট পর্যন্ত যাদের বিও অ্যাকাউন্টে ম্যারিকো বাংলাদেশের শেয়ার থাকবে, তারাই এই ডিভিডেন্ডের জন্য বিবেচিত হবেন।

উল্লেখ্য, আগের বছর অর্থাৎ ২০২৪ সালের একই সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। গত বছরের তুলনায় এবারের ডিভিডেন্ডর হার কিছুটা কম হলেও ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এখনো বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ঘোষণা। এটি শেয়ারবাজারে ম্যারিকোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত