ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শর্তসাপেক্ষে ১,০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের চাপে অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য বড় সুখবর এসেছে। শর্তসাপেক্ষে দেশের ১ হাজার ৮৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।
তিনি জানান, এমপিওভুক্তির আবেদন করা ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রধান উপদেষ্টা শর্তসাপেক্ষে মাদরাসাগুলোকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন।
মাসুদুল হক আরও বলেন, চলতি বছরের এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে এমন মাদরাসাগুলোই এমপিওভুক্ত হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো এমপিওভুক্ত করা হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত ১ হাজার ৫০০-এর বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আবেদন গ্রহণ করেছিল। মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে ৫ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা ৩ হাজার টাকা করে অনুদান পান। এছাড়া ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা কোনো সরকারি অনুদান ছাড়াই চলছে।
দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তাঁরা রাজপথে জোরালো আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনের মধ্যেই পুলিশি লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা আলোচনার জন্ম দেয়।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ঘোষণা দিয়েছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
এরপর ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয় এমপিও নীতিমালা জারি করে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি ইবতেদায়ি মাদরাসায় মোট ছয়টি পদ এমপিওভুক্ত হবে। প্রধান শিক্ষক বেতন পাবেন ১০ম গ্রেডে, সাধারণ, বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে এবং ক্বারী বা নুরানি সহকারী শিক্ষক ১৬তম গ্রেডে। এছাড়া অফিস সহায়ক পদও সৃষ্টি করা হয়েছে, যার বেতন ২০তম গ্রেডে নির্ধারিত।
নীতিমালা অনুযায়ী, শিক্ষক নিয়োগ হবে এনটিআরসিএর সুপারিশের ভিত্তিতে এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক ও অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে।
এদিকে, আজ (সোমবার) সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তবে প্রধান উপদেষ্টা ১ হাজার ৮৯টি মাদরাসা এমপিওভুক্তির অনুমোদন দেওয়ায় তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, আমরা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে অনুমোদনের খবর পেয়েছি। তাঁরা আমাদের অনুরোধ করেছেন কর্মসূচি না করতে। তাই আজ মিছিল করিনি। তবে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ