ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
জুলাই অভ্যুত্থানকে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে: ঢাবি উপাচার্য
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, শুধু একটি নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। বিভিন্ন প্রেক্ষাপট থেকে জুলাইকে দেখার ও বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সামনের কঠিন সময়গুলো অতিক্রম করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে জুলাই অভ্যুত্থানকে নিয়ে আরও আলোচনা হওয়া দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার ফার্মেসী লেকচার থিয়েটারে “জাগরণে জুলাই: যেখানে সাহস জাগে, সেখানেই জুলাই বহে” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির স্বাগত বক্তব্য দেন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. শায়লা কবীর এবং ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন আলোচনায় অংশ নেন। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন। ফার্মেসী বিভাগের শিক্ষার্থী সানজিদা আফরিন প্রাচী ও মোহাম্মদ হাসিবুল ইসলাম এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মাহিবী আলম প্রিন্স ও নাহরিন সামায়লা বিনতে আকতার অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, একাডেমিক প্রেক্ষাপট থেকে জুলাই গণ-অভ্যুত্থানকে বিশ্লেষণ করার উদ্যোগগুলো সারাবছর ধরে চালিয়ে যেতে হবে। আলোচনার মাধ্যমে আত্মমূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে। এতে আমরা নিজেদের ভুল-ত্রুটি শুধরাতে পারবো। জুলাইয়ের প্রতি সকলের গভীর ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি। যাঁরা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, তাঁদের ঋণ শোধ করতে হবে। অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে সকলের মধ্যে ঐক্য গড়ার যে ভালো উদাহরণ তৈরি হয়েছে, সমাজে তা ছড়িয়ে দিতে হবে। সমাজকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল ৩০ জুলাই বিকাল ৩ টায় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, আগামী ৩১ জুলাই সকাল ১১টায় কলা অনুষদ, ০৩ আগস্ট সকাল ১১টায় বিজ্ঞান অনুষদ এবং ০৪ আগস্ট সকাল ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ও বিকাল ৩টায় আইন অনুষদে সেমিনার অনুষ্ঠিত হবে। গত ০৩ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট