ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ওসমান হাদির স্মরণে জাবিতে সাংস্কৃতিক সন্ধ্যা

২০২৫ ডিসেম্বর ২৭ ২৩:৪৬:৪৪


ওসমান হাদির স্মরণে জাবিতে সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার সন্ধ্যায় এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়কশরিফ ওসমান হাদি-কে। ক্যাম্পাসের বটতলায় জড়ো হওয়া শিক্ষার্থীদের কণ্ঠে ইসলামী সংগীত ও প্রতিবাদী সাংস্কৃতিক বার্তা মিলেমিশে তৈরি করে এক আবেগঘন পরিবেশ, যা হাদির স্বপ্নের সাংস্কৃতিক দর্শনকে নতুন করে আলোচনায় নিয়ে আসে।

শনিবার(২৭ ডিসেম্বর)রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়েরবটতলায়,‘দূরবীন সাংস্কৃতিক সংসদ’প্ল্যাটফর্মের ব্যানারে ‘আজাদীর সুর’ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সন্ধ্যার মূল প্রতিপাদ্য ছিল‘আজাদীর সুর’, আর আয়োজনের নাম দেওয়া হয়‘আজাদীর সুর’

অনুষ্ঠানেক্যাম্পাসের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। পাশাপাশিইনকিলাব কালচারাল সেন্টারের অন্যতম সংগঠক এবং ‘কাসীদা’ গানের দলের প্রধান কণ্ঠশিল্পী আহমদ আতাউল্লাহ সালমানও সংগীত পরিবেশন করেন

আয়োজকদের একজন,জাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলামবলেন,সাংস্কৃতিকআগ্রাসনেরবিরুদ্ধেহাদিভাইদীর্ঘমেয়াদিএকটিসাংস্কৃতিকপরিকল্পনাকরেছিলেন।বাংলাদেশেরসংস্কৃতি,মুসলিমসমাজএবংপ্রান্তিকমানুষেরসাংস্কৃতিকভাবধারাকেতুলেধরতেতিনিযেরূপরেখাএঁকেছিলেন,তাএগিয়েনিতেএইআয়োজনআমাদেরছোট্টপ্রয়াসহতেপারে।

তিনি আরও বলেন,এইআয়োজনেরমাধ্যমেআমরাবার্তাদিতেচাইহাদিভাইয়েররেখেযাওয়াসাংস্কৃতিকউদ্যোগগুলোআমরাহৃদয়েধারণকরেছি।একইসঙ্গেতারহত্যারবিচারেরদাবিতেএবংতারস্মরণেসাংস্কৃতিকলড়াইয়েরধারাবাহিকতাধরেরাখতেএটিএকটিপদক্ষেপ।

হাদির স্মরণে এই সন্ধ্যাকে অনেকে দেখছেন শুধু সংগীতানুষ্ঠান নয়; বরংক্যাম্পাসভিত্তিক সাংস্কৃতিক চেতনা ও বিচার দাবির এক মেলবন্ধনহিসেবে। আয়োজকদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছেহাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, এবং তার শুরু করা সাংস্কৃতিক আন্দোলনের পথ থেকে তারা সরে আসবেন না। এটি ছিল এক স্মরণ, এক প্রতিবাদ এবং এক সাংস্কৃতিক লড়াইয়ের নতুন অধ্যায়ের ঘোষণা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত