ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

মৎস্য খাতে ২০ শতাংশ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে: মৎস্য উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ২৭ ১৯:১৫:০৬

মৎস্য খাতে ২০ শতাংশ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান সুসংহত করতে রপ্তানিকারক ও উৎপাদনকারীদের বৈশ্বিক মান ও বৈজ্ঞানিক উৎপাদন পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "বাংলাদেশের চিংড়ির স্বাদ ও মান বিশ্বসেরা হলেও আন্তর্জাতিক বাজারে এখন শুধু আকার দেখা হয় না। সেখানে চিংড়ির স্বাস্থ্যমান, পরিবেশসম্মত উৎপাদন এবং বিশেষ করে অ্যান্টিবায়োটিকমুক্ত কি না, তা কঠোরভাবে পরীক্ষা করা হয়। তাই আমাদের উৎপাদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক প্রটোকল মেনে চলতে হবে।"

অবৈধ আমদানি প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতসহ অন্য দেশ থেকে অবৈধভাবে পণ্য আসা কোনোভাবেই কাম্য নয়। এতে দেশের রাজস্ব যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। জাতীয় সম্পদের অপচয় রোধে সীমান্ত ও অভ্যন্তরীণ বাজারে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

মৎস্য খাতে বিদ্যুৎ সুবিধা নিয়ে উপদেষ্টা জানান, কৃষি খাতের মতো মৎস্য চাষিরাও যাতে ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সুবিধা পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে। দ্রুতই এ খাতে প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে ফরিদা আখতার বলেন, "হত্যাকাণ্ড বা সহিংসতার পেছনে যে পক্ষই থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের জন্য সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।"

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের ভুল নীতির কারণে চিংড়ি রপ্তানি কিছুটা পিছিয়ে পড়েছে। প্রাকৃতিক উৎসের ওপর চাপ কমাতে হ্যাচারির সংখ্যা বাড়িয়ে মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করার পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।

সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত