ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ঢাকা-১৭ আসনের ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান

২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:২৯:৩৮

ঢাকা-১৭ আসনের ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাঁরা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান এলাকার ভোটার হয়েছেন।

ইসি সূত্র জানায়, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ভোটার নিবন্ধনে তাঁদের স্থায়ী ঠিকানা হিসেবে গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি বাসা (এন ই-ডি৩/বি) ব্যবহার করা হয়েছে। আর বর্তমান ঠিকানা হিসেবে ধানমন্ডি আবাসিক এলাকার ১৫ নম্বর সড়কের একটি বাসার তথ্য দেওয়া হয়েছে।

এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী ছবি তোলা এবং আঙুলের ছাপসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত কোনো জটিলতা না থাকায় তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চলতি বছরের জুন মাসেই একই ঠিকানায় ভোটার হয়েছিলেন।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে স্বদেশে ফেরার পর থেকেই তারেক রহমান রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজের নাগরিক অধিকারের এই আইনি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করছেন। এর মাধ্যমে তিনি এখন আনুষ্ঠানিকভাবে গুলশান এলাকার একজন ভোটার হিসেবে স্বীকৃত হলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত