ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দিল্লির ম্যাচে মুস্তাফিজ কি সুযোগ পাবেন?

২০২৫ মে ১৮ ১৩:৫০:৪৯
দিল্লির ম্যাচে মুস্তাফিজ কি সুযোগ পাবেন?

ডুয়া ডেস্ক: অনেক জটিলতা আর নাটকীয়তা শেষে আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শর্ত অনুযায়ী তিনি গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন। সেই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ দল। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অংশ নিতে এরই মধ্যে তার ভারত রওনা দেওয়ার কথা। আজ রাতেই দিল্লির হোম গ্রাউন্ডে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে তার দল।

তবে আজকের ম্যাচে মুস্তাফিজ খেলবেন কি না, তা নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। টানা ম্যাচ খেলার চাপ, সঙ্গে ভ্রমণের ক্লান্তি—সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটি তার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। যদি একাদশে সুযোগ পান, তাহলে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুটি আন্তর্জাতিক মানের ম্যাচ খেলতে নামবেন তিনি।

এবারের আইপিএলে মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৪ মে তাকে ৬ কোটি রুপিতে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। তবে দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে জটিলতায় পড়ে যায় তার অংশগ্রহণ। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত সাত দিনের জন্য এনওসি প্রদান করে, যার আওতায় তিনটি ম্যাচ খেলতে পারবেন বাঁহাতি এই পেসার।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। বাকি তিন ম্যাচে জয় পেলে প্লে-অফ নিশ্চিত হবে কোনো বাড়তি হিসাব ছাড়াই। তাই দলটির জন্য এই তিনটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই বিসিবিও নির্দিষ্ট সময়ের জন্য মুস্তাফিজকে ছাড় দিয়েছে।

এর মধ্যে আইপিএলে এক সপ্তাহের বিরতি পড়ে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে। খেলা ফের শুরু হলেও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড় সংকটে পড়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। নিরাপত্তা শঙ্কার কারণে বাকি ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। তার জায়গায়ই দলে যুক্ত হয়েছেন মুস্তাফিজ।

তবে আরও বড় ধাক্কা আসে মিচেল স্টার্ক সরে দাঁড়ানোর খবরে। বাঁহাতি এই পেসার আর চলতি আসরে ফিরছেন না। ফলে মুস্তাফিজ এখন দিল্লি শিবিরে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার, যিনি হতে পারেন দলের পেস আক্রমণের মূল ভরসা। এর আগে ২০২২ ও ২০২৩ আসরে দিল্লির হয়ে খেলে ৯টি উইকেট নিয়েছিলেন তিনি, ফলে দলে তার ওপর আস্থা নতুন নয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে