ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রবাসী ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৯ হাজারের বেশি নাগরিক

২০২৫ মে ১৯ ১৬:৫৫:১৩
প্রবাসী ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৯ হাজারের বেশি নাগরিক

ডুয়া ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) সাতটি দেশে প্রবাসীদের মধ্যে ১৯ হাজারেরও বেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এছাড়া প্রায় সমপরিমাণ আবেদন তদন্তাধীন রয়েছে এবং নতুন আবেদনও আসছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, ১৯ হাজার ২৮৬ জন প্রবাসীর আবেদন অনুমোদন পেয়েছে, যার মধ্যে ১১ হাজার ১২৩ জন জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। সাতটি দেশে মোট ৪৫ হাজার ১৮৪ জন আবেদন করেছে, যার মধ্যে ২৮ হাজার ৯২৬ জনের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। ৩,৫৬৩টি আবেদন বাতিল এবং ২১,৮৮৯টি আবেদন তদন্তাধীন রয়েছে।

দেশভিত্তিক আবেদন ও অনুমোদন:

সংযুক্ত আরব আমিরাত: আবেদন ১৯,১৯৭, অনুমোদন ১০,৬২৭

সৌদি আরব: আবেদন ৩,৫৫৪, অনুমোদন ১,০৭৪

যুক্তরাজ্য: আবেদন ৮,৫২৯, অনুমোদন ৩,০৯৯

ইতালি: আবেদন ৬,৩৭২, অনুমোদন ১,৮৪৪

কুয়েত: আবেদন ৩,৮৭২, অনুমোদন ১,০৩৮

কাতার: আবেদন ২,৮৩২, অনুমোদন ৯৪৪

মালয়েশিয়া: আবেদন ৯৪৮, অনুমোদন ২৬০

অস্ট্রেলিয়া ও কানাডায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হলেও তথ্য এখনো একত্রিত হয়নি।

প্রবাসীদের ভোটারের জন্য বাধ্যতামূলক তথ্য:

অনলাইন আবেদনপত্র (ফরম-২(ক))

বৈধ বাংলাদেশি পাসপোর্ট

অনলাইন জন্ম নিবন্ধন

পাসপোর্ট সাইজের রঙিন ছবি

প্রয়োজনে অতিরিক্ত তথ্যাদি জমা দিতে হবে। তথ্যাদি জমা না দিতে পারলে প্রবাসীর আত্মীয়ের মাধ্যমে স্থানীয় কর্মকর্তা বরাবর জমা দেওয়া যাবে।

নির্বাচন কমিশন ৪০টি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। বর্তমানে ৯টি দেশে কার্যক্রম চলছে এবং ডিসেম্বর নাগাদ আরও ১০-১২ দেশে এটি শুরু করার পরিকল্পনা রয়েছে।

২০১৯ সাল থেকে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও ভোটার কার্যক্রম শুরু হলেও করোনা মহামারির কারণে তা বাধাগ্রস্ত হয়। বর্তমানে কার্যক্রম আবারও জোরদার করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে