ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

লন্ডনে ডেপুটি মেয়র পদে বাংলাদেশি মুহাম্মদ ইসলাম

২০২৫ মে ১৭ ১৪:১৯:২৩
লন্ডনে ডেপুটি মেয়র পদে বাংলাদেশি মুহাম্মদ ইসলাম

ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলে ডেপুটি সিভিক মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ ইসলাম। ১৪ মে, বুধবার এক আনুষ্ঠানিক আয়োজনে কাউন্সিল হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের পর অনুভূতি জানিয়ে মুহাম্মদ ইসলাম বলেন, “ক্রয়ডনের বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমাদের বরোর অগ্রগতির পথে একতা, শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মূল্যবোধকে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ডেপুটি সিভিক মেয়র হিসেবে আমি ক্রয়ডনের বাসিন্দা, বিভিন্ন কমিউনিটি গ্রুপ এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। যেন প্রত্যেকের কণ্ঠস্বর শোনা যায় এবং ক্রয়ডন বাস, কাজ ও উন্নতির জন্য একটি চমৎকার স্থান হিসেবে গড়ে ওঠে।”

মুহাম্মদ ইসলাম এ দায়িত্বকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করে বলেন, “এই পদে থেকে আমাদের বৈচিত্র্যময় সমাজের সেবা করতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি সিভিক মেয়র, সহকর্মী কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অপেক্ষায় আছি।”

তিনি ভবিষ্যতেও ক্রয়ডনের উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে