ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আপনার মোবাইল ফোন আসল নাকি নকল, বুঝবেন যেভাবে

২০২৫ মে ১৭ ০৯:৩৭:১১
আপনার মোবাইল ফোন আসল নাকি নকল, বুঝবেন যেভাবে

ডুয়া ডেস্ক: বর্তমানে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজন ও ব্যবহারের ওপর ভিত্তি করে অনেকেই উচ্চমূল্যের স্মার্টফোন কিনে থাকেন। কিন্তু কিছু অসাধু দোকানদার অতিরিক্ত লাভের আশায় গ্রাহকদের হাতে নকল বা কপি ফোন তুলে দেন।

এ কারণে অনেকেই জানতে চান, তাদের ফোনটি আসল নাকি নকল। আরও ভালো হয় যদি কেনার আগেই ফোনটি যাচাই করে নেওয়া যায়। নিচে বর্ণিত পদ্ধতিতে আপনি যেকোনো ব্র্যান্ডের মোবাইল ফোন বা মডেমের আসল বা নকল চিহ্নিত করতে পারবেন।

১। আপনার মোবাইলে ডায়াল করুন *#০৬# আর আপনার IMEI নম্বরটি দেখে নিন।

২। যদি নতুন মোবাইল কেনার সময় চেক করতে চান তবে দেখবেন মোবাইল বক্সের এক পাশে স্টিকারে IMEI কোড দেয়া থাকে সেখান থেকে দেখে নিন।

৩।https://www.imei.info/ এই লিঙ্কে যান।

৪। বক্সে আপনার IMEI নম্বরটি লিখুন।

৫। Check এ ক্লিক করুন। আপনার ফোনটি যদি আসল হয় তবে আপনার ফোনের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। এটি যদি মিলে যায় তবে আপনার ফোনটি আসল। আর না মিললে তো বুঝতেই পারছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে