ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার চালু থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

২০২৫ মে ১৬ ১৫:০২:১৮
শনিবার চালু থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

ডুয়া নিউজ: সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল ১৭ মে (শনিবার) এবং আগামী ২৪ মে (শনিবার) খোলা থাকছে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত টানা ১০ দিনের ছুটি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদের দীর্ঘ ছুটির প্রভাব ব্যবসা-বাণিজ্যে যাতে না পড়ে, সেজন্য উল্লিখিত দুই শনিবার স্বাভাবিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। একই দিনগুলোতে সরকারি অফিসগুলোও খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর ১১ ও ১২ জুন দেশের বিভিন্ন বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রমও চালু থাকবে, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত না ঘটে।

ব্যাংক কর্মকর্তারাও জানিয়েছেন, দীর্ঘ ছুটির সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে