ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জেদ্দায় বাংলাদেশির মৃ’ত্যু

২০২৫ মে ১৩ ২১:৩৫:০৭
জেদ্দায় বাংলাদেশির মৃ’ত্যু

ডুয়া ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইমরান হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজী বাড়ির নূর নবীর ছেলে। তিনি সৌদি আরবের জেদ্দায় হাংগার স্টেশন নামের একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা নূর নবী জানান, “সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেয় সে। রোববার মোটরসাইকেলযোগে জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হয় ইমরান। পরে জেদ্দায় অবস্থিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠালাম; কিন্তু আজ স্বপ্নের সঙ্গে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনতে যেন সহায়তা করা হয়।”

স্থানীয়রা জানান, ‘ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ ছিলেন। তার এভাবে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে