ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর

২০২৫ মে ০৮ ১৬:৪৩:৩৬
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর

ডুয়া ডেস্ক : আগামী জুন মাস থেকে আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুধু নতুন কর্মীদের জন্যই নয়, সুখবর আছে সেখানকার অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের জন্যও। শিগগিরই শুরু হতে যাচ্ছে অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া, যা অনেক বাংলাদেশি কর্মীর জন্য আশার আলো হয়ে এসেছে।

বৃহস্পতিবার (৮ মে) মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানবসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি ও প্লান্টেশন মন্ত্রণালয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নীতিগতভাবে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কোন প্রক্রিয়ায় এই কর্মী নিয়োগ হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কোন দেশ থেকে কতজন শ্রমিক নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলো। ফলে, বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে, যদিও সুনির্দিষ্ট প্রক্রিয়া ও সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে