ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ববি উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের অনশন

২০২৫ মে ১৩ ১৭:০৫:৪২
ববি উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের অনশন

ডুয়া ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।

চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জনের মধ্যেই গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নতুন কর্মসূচি হিসেবে এই আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর রাত ১১টার দিকে প্লাকার্ড ও বিভিন্ন স্লোগান নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা।

প্রায় ১১ ঘণ্টা অতিবাহিত হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা যোগাযোগ করা হয়নি। তারা অভিযোগ করেন, উপাচার্যকে আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তবুও তিনি কোনো পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেননি।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য আন্দোলনের যৌক্তিকতা মেনে না নিয়ে বরং তাদের বিরুদ্ধে মামলা ও জিডি করেছেন। এ অবস্থায় কোনো সমঝোতা নয়, একমাত্র দাবি-উপাচার্যের অপসারণ-অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, তারা হুঁশিয়ারি দেন, নইলে আন্দোলন আরও তীব্র করা হবে।

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের একটি অংশও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে