ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডাকসু ইস্যুতে বৈঠকে ঢাবি প্রশাসন

২০২৫ মে ১৩ ১২:৪৯:১২
ডাকসু ইস্যুতে বৈঠকে ঢাবি প্রশাসন

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) উপাচার্যের কার্যালয়ের পাশের ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।

ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি ও আরও কয়েকটি সক্রিয় সংগঠনের নেতারা আলোচনায় অংশ নিয়েছেন। বৈঠকে ডাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ, প্রস্তুতি এবং প্রক্রিয়া নিয়ে মতামত নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে নির্বাচনটি কোন মাসে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে ডাকসু নির্বাচনের আয়োজন করতে চায়।

২০২৪ সালের ডিসেম্বর থেকেই প্রশাসন বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শুরু করেছে। এ প্রক্রিয়ায় ছয়টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং একটি খসড়া গাইডলাইন ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। বর্তমানে এটি সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া জানুয়ারিতে গঠিত কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি সাতটি সভা করে একটি খসড়া প্রস্তুত করেছে, যা অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এ কমিটি ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় করেছে এবং এসব প্রস্তাবনা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মে মাসের প্রথমার্ধেই নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ সম্পন্ন হবে। একই সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করবে কমিশন। এরপর কমিশন নির্বাচনের বিস্তারিত কার্যক্রম ও নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। তবে এখনো নির্বাচনের নির্ধারিত মাস জানানো হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে