ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সম্ভাব্য সময়সূচি

২০২৫ মে ১৩ ১৪:৫৬:০২
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সম্ভাব্য সময়সূচি

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান সফরে যেতে সম্মতি দিয়েছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ায় বাংলাদেশের সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে দুই দেশের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছে।

সিরিজটি শুরুর কথা ছিল ২৫ মে, কিন্তু একই দিনে পিএসএলের ফাইনাল নির্ধারিত হওয়ায় তা দুই থেকে তিন দিন পেছাতে পারে। সম্ভাব্য নতুন তারিখ ২৭ অথবা ২৮ মে।

পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে পিএসএলের নতুন সূচিতে ২৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই দিনেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ থাকায়, একসঙ্গে দুটি বড় আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে সিরিজের সূচি পুনর্বিন্যাসে পিসিবি ও বিসিবির মধ্যে আলোচনা চলছে।

ভবিষ্যতের পরিকল্পনায় ইতিবাচক দিক হলো—সিরিজ পেছালেও পাঁচটি ম্যাচই যথারীতি অনুষ্ঠিত হবে, কোনো কাটছাঁট করা হচ্ছে না। এছাড়া, ভেন্যুতেও আসছে পরিবর্তন। শুরুতে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা থাকলেও, নিরাপত্তা ও লজিস্টিক সুবিধার কথা বিবেচনা করে এখন সব ম্যাচ একটিই ভেন্যুতে আয়োজনের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে