ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়

২০২৫ মে ১২ ১৯:৫৬:৫৮
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়

ডুয়া ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগকারী সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট গ্রহণ করেছেন।

নির্ভরযোগ্য সূত্রের বরাতে বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ গ্রহণ করেন এবং পরে নাগরিকত্বের সনদ গ্রহণ করেন। সনদ পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদনও করেছেন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ২২ জন নাগরিক অংশ নেন। জানা গেছে, এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। তিনজনই ওই অনুষ্ঠানে নাগরিকত্বের শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি ‘এ’ আদ‍্যক্ষরের দেশের পরেই ‘বি’ আদ‍্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়।”

যে তিনজন বাংলাদেশি শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ছিলেন।

উল্লেখ্য, ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, “সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমি স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিয়ে আছি এবং গর্বের সঙ্গে বাংলাদেশি সবুজ পাসপোর্ট ব্যবহার করেই ভ্রমণ করি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে