ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

৫ ঘণ্টার আল্টিমেটাম সারজিসের

২০২৫ মে ১২ ১৫:৩৮:২৯
৫ ঘণ্টার আল্টিমেটাম সারজিসের

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এক কড়া বার্তা দিয়েছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা প্রকাশ করেন।

সারজিস তার পোস্টে লেখেন, “খুনি আওয়ামী লীগ নিয়ে আজই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। আর মাত্র পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টারিম সরকারের হাতে।”

উল্লেখ্য, দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানান সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে আজ সোমবারের মধ্যেই ওই প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে