ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আ.লীগের পক্ষ নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

২০২৫ মে ১১ ২৩:১৭:১৯
আ.লীগের পক্ষ নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

ডুয়া ডেস্ক: ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির পক্ষ নিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, "যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচুপাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে, এ রায় দেওয়ার মালিক জনগণ।"

আজ রবিবার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, "কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।"

উল্লেখ্য, গত ৭ মে গভীর রাতে আওয়ামী লীগ সরকারের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের থাইল্যান্ড যাত্রার খবর প্রকাশিত হলে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিনটি দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেয়। এনসিপির এই কর্মসূচিতে জুলাই মাসের অভ্যুত্থানে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও দলও অংশ নেয়।

দাবি আদায়ে গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের নানা স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এনসিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে