ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মা দিবসের শুভেচ্ছায় আবেগঘন বার্তা তারেক রহমানের

২০২৫ মে ১১ ১২:৫৬:৩৩
মা দিবসের শুভেচ্ছায় আবেগঘন বার্তা তারেক রহমানের

ডুয়া ডেস্ক: আজ ১১ মে, বিশ্ব মা দিবস—মমতা, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক মায়েদের সম্মান জানানোর দিন। বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি লেখেন,“আজকের এই বিশেষ দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সকল মা’কে। তাদের জন্য আমি নিরন্তর সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করি।”

তিনি বলেন, “মা দিবস এমন একটি আন্তর্জাতিক দিবস, যা সমাজ ও পরিবারে মায়ের অসামান্য ভূমিকা ও অবদানকে স্মরণ করে উদযাপন করা হয়। যদিও প্রতিটি দিনেই সন্তানের মনে মায়ের জন্য ভালোবাসা থাকে, তবুও আজকের এই দিনটি মাকে বিশেষভাবে শ্রদ্ধা জানানোর জন্যই নির্ধারিত। মা হলেন এক অনন্য প্রতিষ্ঠান, যার স্নেহময় ছায়ায় শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। সকল ক্লান্তি ও সংগ্রামের মাঝেও মা তার সন্তানকে আগলে রাখেন নিঃস্বার্থভাবে। সুমাতার সাহচর্যে সন্তানের চরিত্র গঠিত হয়, আত্মা হয় নির্মল ও পরিশুদ্ধ।”

তারেক রহমান আরও বলেন, “বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে মা দিবস পালিত হয়ে আসছে এক বিশেষ মর্যাদায়। মাতৃত্বের প্রতি উৎসর্গীকৃত এই দিনটি নিঃসন্দেহে এক অনন্য উদযাপন। ‘মা’—এই ছোট্ট শব্দটি পৃথিবীর সবচেয়ে স্নেহময়, নিঃস্বার্থ ও গভীর আবেগের প্রতীক।”

বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনকে স্মরণ করে তিনি বলেন,“রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে শুরু করে গণতন্ত্রের বিকাশ ও সমাজ উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরলস পরিশ্রম, ত্যাগ এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসায়। তার নেতৃত্বে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি ছিল উল্লেখযোগ্য। ছাত্রীরা যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যে তার নেওয়া নানা উদ্যোগ আজও অনুকরণীয়। এই দিনে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা।”

শেষে তারেক রহমান বলেন,“শৈশবের প্রতিটি আবেগ—আনন্দ, দুঃখ, ভয় কিংবা উদ্দীপনার সঙ্গে মিশে থাকে মায়ের নাম। আজকের দিনে আমার একান্ত প্রত্যাশা—সকল মা যেন তাদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। কারণ একমাত্র সুমাতাই পারেন সন্তানকে সঠিক পথে পরিচালিত করে জাতিকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে