ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কেঁপে উঠল পাকিস্তান

২০২৫ মে ১০ ১৫:৩২:১১
কেঁপে উঠল পাকিস্তান

ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, ভূ-পৃষ্ঠের প্রায় ২৩০ কিলোমিটার গভীরে। এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আশপাশের জেলাগুলোতে। এর মধ্যে আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তান রয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে প্রায়ই কম্পনের মুখে পড়ে দেশটি।

উল্লেখ্য, ২০১৫ সালে একই অঞ্চলে ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তথ্য : জিও নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে