ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২০২৫ মে ১০ ১৭:৫৪:২৩
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ শনিবার রাত আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচি জানা না গেলেও সরকারের গুরুত্বপূর্ণ একটি সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগের বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত আসবে এই সভা থেকে।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ আজ রাতে বৈঠক ডাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আলোচ্যসূচির বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

এদিকে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন। গতকাল থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

এই পরিস্থিতিতে গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে