ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নদীপথে ৬২ ভারতীয়কে বাংলাদেশে ঢোকালো বিএসএফ

২০২৫ মে ১০ ০৯:২৫:৩১
নদীপথে ৬২ ভারতীয়কে বাংলাদেশে ঢোকালো বিএসএফ

ডুয়া ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের নদীপথ ব্যবহার করে ৬০ থেকে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্তসংলগ্ন মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বনবিভাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম জানান, অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদের সীমান্ত পার করে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, বিএসএফের সদস্যরা আরও কিছু ভারতীয় নাগরিককে সুন্দরবনের ভেতরে ফেলে রেখে গেছে। বিষয়টি জানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ডকে। পরবর্তী ব্যবস্থা তারা নেবেন।

কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা গেছে, তারা বনবিভাগের মাধ্যমে এ বিষয়ে অবহিত হয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে