ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দিল্লিতে উচ্চ সতর্কতা জারি 

২০২৫ মে ০৯ ০৯:৩২:৪৪
দিল্লিতে উচ্চ সতর্কতা জারি 

ডুয়া ডেস্ক: পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ভারতের রাজধানী দিল্লিতেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির ইন্ডিয়া গেট থেকে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৮ মে) রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের সময় আকাশ আলোকিত হয়ে ওঠে এবং শহরজুড়ে সাইরেন বাজতে থাকে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে।

ভারতের দাবি, জম্মুর সটওয়ারি বিমানঘাঁটি সহ একাধিক সামরিক স্থাপনায় পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, পাকিস্তানের ছোড়া অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কোনো আঘাত করলে তা গোপন রাখবে না। তিনি দাবি করেন, ভারত উত্তেজনা প্রশমনের সুযোগ দিচ্ছে না এবং আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতা করছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের ২৯টি ইসরায়েলি-উৎপাদিত ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা বাহিনীর দাবি, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার লক্ষ্য করে চালানো হামলায় লাহোরের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।

এর আগে ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জবাবে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত, যেখানে নয়টি স্থানে হামলা হয়। পাকিস্তান দাবি করেছে, ওই অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি দুই কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে