ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পাঁচ কোম্পানির রেকর্ড লেনদেন

২০২৫ মে ০৮ ২০:১২:৪৩
শেয়ারবাজারে পাঁচ কোম্পানির রেকর্ড লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দুই কর্মদিবসের বড় পতনের পর আজ বৃহস্পতিবার (০৮ মে) দেশের শেয়ারবাজারে সূচকে বড় ধরনের উত্থান দেখা গেছে। তবে সূচকের এমন উত্থানের দিনেও লেনদেন অনেকটাই কমেছে, যা বিনিয়োগকারীদের দ্বিধা ও বাজারমুখী মনোভাবের ইঙ্গিত দেয়।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ। তবে এদিন লেনদেন কমে দাঁড়িয়েছে মাত্র ৩৬৬ কোটি টাকায়, যা আগের দিনের ৫১৬ কোটি টাকার তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।

বাজার বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শেয়ারবাজার নিয়ে আসন্ন বৈঠকের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আংশিক আস্থা ফিরেছে, যার প্রভাব সূচকে ও শেয়ার দামে পড়েছে। তবে লেনদেনের গতি কমে যাওয়াকে তাঁরা বিনিয়োগকারীদের সাবধানী মনোভাবের প্রকাশ হিসেবে দেখছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, “সূচকে ইতিবাচক প্রবণতা শুরু হলেও লেনদেন এখনও তেমন জোর পাচ্ছে না। বিনিয়োগকারীরা হয়তো প্রধান উপদেষ্টার বৈঠকের ফলাফলের দিকেই নজর রাখছেন।"

তবে সপ্তাহের শেষ কর্মদিবসের বড় উত্থান বাজার স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে, যদিও টেকসই ঘুরে দাঁড়ানোর জন্য বাজারে আরও ইতিবাচক প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

আজ লেনদেনের দিক দিয়ে পাঁচ প্রতিষ্ঠান রেকর্ড গড়েছে। যেগুলো হলো-এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার ও বারাকা পাওয়ার।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৪৬ হাজারে বেশি, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ; এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৪২ লাখ ৪২ হাজারের বেশি, যা গত এক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ; আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৯৫ লাখ ৪৩ হাজারের বেশি, যা গত দুই বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ; বারাকা পতেঙ্গা পাওয়ারের ৪৯ লাখ ৫৬ হাজারের বেশি, যা গত দুই বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং বারাকা পাওয়ারের ৪২ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত দুই বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে